উত্তরেও হাতির দাপট! বাড়ী থেকে বের হওয়ার আগে মিস কল দিন 9015181881নাম্বারে।

Update: 2020-01-31 03:29 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (শুভেন্দু লায়েক,গঙ্গাজলঘাটি): জেলার উত্তরেও হাতির হানায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ জন। এই এলাকায় ৫ টি হাতি রয়েছে। তার মধ্যে একটি দাঁতাল গঙ্গাজল ঘাটির ছোট কুমীরা গ্রামে হানা দিয়ে ব্যপক ক্ষয়,ক্ষতি করে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। এই হাতিটি মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুর সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করে বলেও স্থানীয়রা জানিয়েছেন। হাতির গতিবিধি জেনে জঙ্গল সংলগ্ন পথ চলাচলের পরামর্শ দিচ্ছে বনদপ্তর। হাতির গতিবিধি জানতে দপ্তরের মিস কল এলার্ট সার্ভিস ব্যবহার করার মাধ্যমে হাতির আক্রমণ সহজে এড়ানো যাবে। তাই বাড়ী থেকে বের হওয়ার আগে 9015181881 নাম্বারে মিস কল দিয়ে হাতির অবস্থান জেনে,সেই মতো পথ চলুন আর প্রাণে বাঁচুন। আজ এই উত্তরবনবিভাগের ৫ টি হাতির মধ্যে একটি হাতির গতিবিধি চিহ্ণিত করতে পারেনি বনদপ্তর। তবে,বাকী ৪টি হাতির অবস্থান জানা গেছে। হাতির অবস্থান

গঙ্গাজলঘাটিতে-১,শীতলা বীটে-১,বড়জোড়ায়-১,

মানিককবাজারে-১ টি হাতি রয়েছে।

এই সমস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বনদপ্তর।

#দেখুন 🎦 ভিডিও 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Similar News