#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটল জেলায়। সাত সকালে প্রাত:কৃত্য সেরে বাড়ী ফেরার পথে তিনটি হাতির পালের সামনে পড়ে গিয়ে হাতির আক্রমণে প্রাণ হারালেন সন্ধ্যা ঘোষ (৬৩)নামে এক বৃদ্ধা।
প্রসঙ্গত,জেলায় হাতির হানার মৃত্যুর ঘটনা রুটিন হয়ে দাঁড়ালেও বন দপ্তর হাতির হানাদারি ঠেকাতে যে কার্যত আপারগ তা বলাই বাহুল্য।