বড়জোড়ায় হাতির হানার মৃত্যু বৃদ্ধার,হাতি ঠেকানোর দাবীতে সরব বাসিন্দারা।

Update: 2019-03-11 13:12 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটল জেলায়। সাত সকালে প্রাত:কৃত্য সেরে বাড়ী ফেরার পথে তিনটি হাতির পালের সামনে পড়ে গিয়ে হাতির আক্রমণে প্রাণ হারালেন সন্ধ্যা ঘোষ (৬৩)নামে এক বৃদ্ধা।

সাত সকালে এই মর্মান্তিক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় বড়জোড়ার সাহারজোড়া এলাকায়। হাতির আক্রমণে সন্ধ্যা দেবীর দেহ একেবারে দলা পাকিয়ে যায়। এই ঘটনায় বন দপ্তরের অপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা আবিলম্বে হাতি ঠেকানোর দাবীতে সরব হয়েছেন।
আন্যদিকে, সন্ধ্যা দাবীর মৃত দেহ পুলিশ মময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।বন দপ্তর সুত্রে জানা গেছে মৃতের পরিবারের হাতে ক্ষতিপুরণের টাকা তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত,জেলায় হাতির হানার মৃত্যুর ঘটনা রুটিন হয়ে দাঁড়ালেও বন দপ্তর হাতির হানাদারি ঠেকাতে যে কার্যত আপারগ তা বলাই বাহুল্য।

Similar News