#Election Breaking News : মোদীর সভার প্রশাসনিক অনুমতি মিলল। জানালেন, জেলাশাসক উমা শঙ্কর এস।
#Election Breaking News : মোদীর সভার প্রশাসনিক অনুমতি মিলল। জানালেন জেলাশাসক উমা শঙ্কর এস। অন্যদিকে,জেলা বিজেপি সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত ৯ মে বেলা সাড়ে দশটায় করগাহিলের বদলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কাছে ষাট নাম্বার জাতীয় সড়ক লাগোয়া কমলাডাঙ্গার মাঠে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা হবে। এর জন্য জেলা প্রশাসন অনুমতিও দিয়েছে।