শেষ রাতে জেলাজুড়ে অনুভূত ভুমিকম্প। রিক্টারস্কেলে মাত্রা ছিল ৪.১, উৎসস্থল পুরুলিয়া।

Update: 2019-07-29 03:01 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শেষ রাতে জেলার বিভিন্ন জায়গায় অনুভূত হল ভূমিকম্প। রাত ২টো বেজে ৫৫ মিনিট নাগাদ এই ভূকম্পন হয় বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এই ভুমিকম্পের রিক্টার স্কেলে তীব্রতা ছিল ৪.১। উৎসস্থল পুরুলিয়া জেলার কাশীপুর থেকে ২২ কিমি দূরে ২৩.২৬০° উত্তর অক্ষাংশ এবং ৮৬.৭০৩ পূর্ব দ্রাঘিমাংশের বিশপুরিয়া ও হুড়ার নিকটবর্তী বালিকুন,তেতুঁলগোড়া এলাকা।

এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিমি। রাজ্যের পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম বর্ধমান ও জঙ্গল মহলের পুরুলিয়া -বাঁকুড়ার সীমানাবর্তী ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

তবে, জেলায় বড়োসড়ো কোন ক্ষয়, ক্ষতির খবর নেই। ভোররাতে মানুষজন আচমকা কম্পনে ঘুম থেকে উঠে পড়েন।অনেকে বাড়ী ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গ্রামে,গ্রামে শাঁখ বাজাতে থাকেন বাড়ীর মহিলারা। পাশাপাশি, রাজ্যের আসানসোল শিল্পাঞ্চল, খাসকেন্দা প্রভৃতি এলাকায় ভুমিকম্পের প্রভাব ছিল। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও অনুভূত হয় ভুমিকম্প।

Similar News