#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :বালি খাদান নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল পাত্রসায়রের শালখাড়ায়। খবর পেয়েই এদিন দুপুরে নৌকা করে দামোদর নদ পেরিয়ে বর্ধমানের গলসির সীমানাবর্তী ওই ঘটনাস্থলে গিয়ে পাত্রসায়ের থানার পুলিশ চার জনকে আটক করে বলে জানা গেছে। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিষ্ণুপুরের এসডিপিও প্রিয়ব্রত বক্সী বলেন,ঝামেলার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং চারজনকে আটক করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বলেও জানান তিনি।