পাত্রসায়রের কিশোরের কোভিড পজেটিভ, স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে উল্লেখ, সংস্পর্শে আসা ১৬ জনের মধ্যে ৫ জনকে পাঠান হল সরকারী কোয়ারেন্টাইনে।

Update: 2020-05-23 15:15 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পাত্রসায়রের কিশোরের কোভিড পজেটিভ ধরা পড়ার পর এবার গ্রীন জোনের তকমা গেল বাঁকুড়ার। আজ স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে তা উল্লেখও করা হল। এবং বাঁকুড়া জেলার ক্ষেত্রে কোভিড পজেটিভ প্লাস একজন কে দেখান হয়েছে। যা কাল পর্যন্ত শূণ্য ছিল।

এদিকে ওই কিশোরের সংস্পর্শে আসা ১৬ জনের মধ্যে ৫ জনকে পাঠান হল বালসীর সরকারী কোয়ারেন্টাইনে। বাকীরা অবশ্য হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন। এবং এদের সবার লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠাবে স্বাস্থ্য দপ্তর বলে জানা গেছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News