#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার গননার চুড়ান্ত ফলাফল বের হতে রাত গড়িয়ে যাবে বলেই মনে করছেন জেলা নির্বাচন দপ্তরের আধিকারিকরা। মুলত ভি,ভি প্যাট গননার জন্যই এই অতিরিক্ত সময় লাগবে। তবে এইটুকু পর্ব ছাড়া বাকী গননার কাজ আগের নিয়মেই চলবে। প্রথমেই গোনা হবে পোষ্টাল ব্যালট। তার পর এবারই প্রথম চালু হওয়া ইলেক্ট্রনিকস সিস্টেমে প্রদান করা ভোট। এর পরই শুরু হবে ইভিএম গননা। সব শেষে প্রতি বিধানসভা থেকে লটারি করে ৫টি করে বুথ বেছে নিয়ে ভি,ভি প্যাটের স্লিপ গোনা হবে। এতে বুথ পিছু প্রায় দু ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।