সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধ মা,বাবাকে এলোপাথাড়ি কোপাল ছেলে,কাটা পড়ল মায়ের দুই হাত!
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধ মা, বাবাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারল বড়ো ছেলে। মায়ের কব্জি থেকে দুটো হাত কেটে ফেলে সে। বাবারও কোমরে ও ঘাড় সহ শরীরের নানা স্থানে নৃশংস ভাবে কোপ মারে। ছেলের এলোপাতাড়ি কোপে দুজনই গুরুতর জখম হন। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তাদের দুজনেরই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। আজ সকাল দশটা নাগাদ বাড়ীতে অন্যরা কেও না থাকায় মা ও বাবার ওপর চড়াও হয় প্রশান্ত।তার পরই বচসা শুরু করে ও এলোপাতাড়ি কোপাতে থাকে বৃদ্ধ মা ও বাবাকে। এই ঘটনাটি ঘটে জেলার ইন্দাস থানা এলাকার দিগল গ্রাম পঞ্চায়েতের বামনিয়া দক্ষিণ পাড়ায়। অভিযুক্ত বড়ো ছেলে প্রশান্ত ভৌমিক কে ইন্দাস থানার পুলিশ স্থানীয় বাজার থেকে আটক করেছে। বাড়ীর ছোটো বৌ মিনু দেবী বলেন সম্পত্তি লিখে দেওয়ার জন্য কিছুদিন ধরেই মা,বাবার ওপর নানা ভাবে চাপ দিচ্চিল বড়ো ভাসুর। শেষে আজ এমন কান্ড ঘটায় সে। মা,বাবা দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]