কলেজ মোড় টেন্টের এবারের আকর্ষণ লোক মুখোশের সম্ভারে মন্ডপ রচনা। সরস্বতী পুজোর আগেই, দেখুন মন্ডপের ফার্স্ট লুক।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মুখ নয়, মুখোশ! বাংলার লোক কৃষ্টি কে তুলে ধরতে লোক মুখোশের সম্ভারে রচনা করা হয়েছে অভিনব মন্ডপ!শহরের কলেজ মোড় টেন্টের এবারের আকর্ষণ এই বিশেষ আঙ্গিকের মন্ডপ সজ্জা।
জেলায় থিমের সরস্বতী পুজোয় প্রতি বছরই সেরা সৃজনের ছাপ রাখে কলেজ মোড় টেন্ট। এবারও সেই ঐতিহ্য,সেই পরম্পরা বজায় রেখে তৈরী করা হয়েছে মন্ডপ।সরস্বতী পুজোর আগেই ঘরে বসে এক পলকে দেখে নিন শহরের নজরকাড়া এই মন্ডপের
ভিডিও🎦[embed]