বড়জোড়ার প্রতি কেন আজও অভিমানী মমতা বন্দ্যোপাধ্যায়? জানতে দেখুন এই প্রতিবেদন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বড়জোড়য় ভোট প্রচারে গিয়ে নিজের অভিমানের কথা আর চেপে রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!মঞ্চে উঠেই তাই অকপটে বলেও দিলেন অভিমানের কারণ। কারণটা হল গত বিধানসভা ভোটে বড়জোড়া বিধানসভায় তৃণমূলের হার। তারকা প্রার্থী সোহমকেও হারিয়ে দিয়েছিল বড়জোড়া । তাই এবার সেই অভিমানের কথা শুনিয়ে এবারের ভোট যেন ঘাঁস ফুলে পড়ে তার কথা আদায়ও করে নিলেন এদিন। পাশাপাশি, বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে গদ্দার বলে এক হাত নেন মমতা। #দেখুন 🎦 ভিডিও। 👇[embed]