বিয়ের কদিন আগেই নিকুঞ্জপুরের জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় এক সিভিক পুলিশের মৃতদেহ উদ্ধার! ওন্দা জুড়ে চাঞ্চল্য!
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিয়ের কদিন আগেই এক সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য ছড়াল ওন্দায়।আজ সকালে ওন্দায় থানা এলাকার নিকুঞ্জপুর গ্রামের জঙ্গল এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল শুভেন্দু চক্রবর্তী (২৮) নামে এই সিভিক পুলিশের মৃতদেহ। মৃত শুভেন্দুর বাড়ী ওন্দায় থানার চামটা গ্রামে। বাড়ী থেকে প্রায় ১কিমি দুরে নিকুঞ্জপুরের জঙ্গলে মেলে তার মৃতদেহ।গাছে ঝুলন্ত দেহ গ্রামবাসীদের নজরে পড়লে,সাথে,সাথে, থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে ওন্দায় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তে পাঠায়।