#BIGBREAKING : বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :লোকসভা ভোটের আগে শালতোড়া থানার পাবড়া মোড়ে একটি গোডাউন থেকে আভিযান চালিয়ে প্রায় আশি লাখ টাকার বাজার মূল্যের বিস্ফোরক উদ্ধার করল সি আই ডি।১৩৩ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, ৬,৬০০টি জিলেটিন স্টিক,১০৬ প্যাকেট ডিটোনেটার উদ্ধার করে। বুধবার রাত থেকে চলে সি,আই,ডির এই আভিযান।তবে অভিযুক্তরা পলাতক। তাদের ধরা যায়নি বলে জানা গেছে।
#দেখুন🎦ভিডিও 👇[embed]