ওন্দা রেল দুর্ঘটনা: চালক,সহ চালক ও দুই সুপারভাইজার সহ চার জন সাসপেন্ড।

Update: 2023-06-25 17:55 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ওন্দায় রেল দুর্ঘটনায় বিভাগীয় তদন্তের পর মালগাড়ির চালক,সহ চালক এবং দুই সুপারভাইজার সহ মোট চার জনকে সাসপেন্ড করা হয়েছে। আদ্রা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার জানান,দুর্ঘটনার পর সমস্ত দিক খতিয়ে দেখে এবং তদন্তের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবার কাকভোরে ওন্দা স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির ওপর চেপে যায় একটি অন্য মালগাড়ি। সেই সময় রেড সিগন্যাল থাকা স্বত্বেও মালগাড়ির চালক পিছন থেকে দ্রুত গতিতে ধাক্কা মারে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিকে।

যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল তার গতিবেগ ছিল প্রায় ঘন্টায় ১০০ কিমির আশেপাশে বলে মনেকরা হচ্ছে। তার ফলে তীব্র সংঘর্ষ ঘটে। এবং মালগাড়ির ইঞ্জিন দুমড়ে মুচড়ে যায়৷ এই ঘটনার পরে,পরেই ওন্দায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আসেন দক্ষিণ -পুর্ব রেলের আদ্রার ডিভিশনাল ম্যানেজার শ্রী মনীশ কুমার। তিনি, জানান রেড সিগন্যাল থাকা স্বত্বেও মালগাড়ির চালক ট্রেন থামান নি এবং ব্রেকও করেন নি।তাই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মালগাড়ির চালক স্বীকার করবন তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন। তাই লাল সিগন্যাল টের পাননি। ঘুমের ঘোরে সজোরে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা অন্য একটি মালগাড়িকে ধাক্কা মারেন।

এদিকে,প্রশ্ন উঠছে চালক ছাড়া সহ চালকও ছিলেন।তাহলে দুজন এক সাথে কিভাবে ঘুমিয়ে পড়েছিলেন। সহ চালক কেন ট্রেন থামান নি বা লাল সিগন্যাল এড়িয়ে গেলেন। এসব দিকও খতিয়ে দেখছে রেল। রেলের বিভিন্ন দপ্তর তাদের মতো করে দুর্ঘটনা স্থল পরিদর্শন করার পর যে যার রিপোর্ট জমা দিচ্ছে। এদিকে,এই দুর্ঘটনায় হতাহতের কোন খবর না থাকলেও দুটি মালগাড়ি মিলিয়ে ১৩ টি বগি এবং একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে সিগন্যাল সিস্টেম,ওভারহেড তার ও ট্রাকের।টাকার অঙ্কে এই ক্ষতির পরিমান প্রায় ৩৫-৪০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে প্রাথমিক অনুমান রেলের।

এদিকে, রবিবার বিকেলে থেকে রেল চলাচল স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে। ডাউন লাইনেও ট্রেন চলছে। এবং আগামী কাল সোমবার এই রুটে রেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে দক্ষিণ- পূর্ব রেলের এক আধিকারিক।

Tags:    

Similar News