কার ভুলে ঘটল ওন্দায় রেল দুর্ঘটনা? ঘটনাস্থল পরিদর্শন করে ডি আর এমের প্রাথমিক তদন্তে কি তথ্য উঠে এল? জেনে নিন।

দক্ষিণ - পূর্ব রেলের আদ্রা ডিভিশন ম্যানেজার শ্রী মনীশ কুমার দুর্ঘটনা স্থল পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার পর এই দুর্ঘটনার কারণ তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ব্যক্ত করেন। তিনি জানান,ড্রাইভারের ভুলের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।লুপ লাইনে সিগন্যাল লাল ছিল। কিন্তু তা চালক খেয়াল করেন নি।

Update: 2023-06-25 07:25 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ওন্দার রেল দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এদিন ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ - পূর্ব রেলের আদ্রা ডিভিশন ম্যানেজার শ্রী মনীশ কুমার। তার সাথে ছিলেন রেলের অন্যন্য আধিকারিকরাও। দুর্ঘটনা স্থল পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার পর এই দুর্ঘটনার কারণ তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ব্যক্ত করেন। তিনি জানান,ড্রাইভারের ভুলের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।লুপ লাইনে সিগন্যাল লাল ছিল। কিন্তু তা চালক খেয়াল করেন নি। ফলে এই দুর্ঘটনা ঘটে। যখন দুর্ঘটনা ঘটে তখন ঘড়িতে প্রায় ভোর ৪ টা ১৫ মিনিট। স্বাভাবিক ভাবেই মালগাড়ীর চালক খানিক তন্দ্রাচ্ছন্ন ছিলেন বলেও মনে করা হচ্ছে।

 এই কারনেই তিনি লাল সিগন্যাল থাকা স্বত্বেও ট্রেন থামান নি।এবং দাঁড়িয়ে থাকা আর একটি মালগাড়ি কে গিয়ে ধাক্কা মারেন।তবে,বড়ো সড়ো দুর্ঘটনা এড়ানো গেলেও দুটি মালগাড়ি এবং প্ল্যাটফর্ম ও সিগন্যাল সিস্টেমের ক্ষয়ক্ষতি হয়েছে ভালোই। এক মালগাড়ির চালকের মামুলি চোট লাগলেও আর কোন হতাহতের খবর নেই। চালকের গাফিলতির জন্য রেল তার বিরুদ্ধে বিভাগীয়স্তরে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু করেছে বলে জানা গেছে। রেলের আদ্রার ডিভিশনাল ম্যানেজার মনীশ কুমারও এই রেল দুর্ঘটনার জন্য সরাসরি মালগাড়ির চালককে দায়ী করেছেন।

প্রসঙ্গত,রবিবার কাকভোরে ওন্দা স্টেশনে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে অন্য একটি মালগাড়ির ধাক্কা দেয়। এবং দুটি মালগাড়ির সংঘর্ষের তীব্রতা এত বেশী ছিল যে তার ফলে দুটি মালগাড়ি মিলিয়ে ১৩ বগি লাইনচ্যুত হয়। স্থানীয়রা মালগাড়ির চালককে উদ্ধার করেন। তারপরই রেল পুলিশ ও জিআরপি এবং রেলের আধিকারিরা ঘটনাস্থলে হাজির হন। ভীড় জমতে থাকে উৎসুক জনতারও। এবং এই দুর্ঘটনার ফলে রেল চলাচল ব্যহত হয়ে পড়ে আদ্রা- খড়গপুর শাখায়। বেলার দিকে আপ লাইনে ট্রেন চলাচল চালু করা গেলেও ডাউন লাইনে তা এখনও সম্ভব হয়নি। 

তবে, দুপুরের দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলে রেল সুত্রে জানা গেছে।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News