জেলায় মৃত্যু মিছিল! একদিনে ৫ কোভিড রোগীর মৃত্যু! আক্রান্ত ৭৭ জন।

কোভিড আক্রান্ত হয়ে একদিনে মারা পড়লেন ৫ জন। যা একদিনে মৃত্যু হারে এপর্যন্ত জেলায় রেকর্ড। আর এর ফলে জেলায় মোট কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।;

Update: 2020-08-30 15:53 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একদিনে জেলায় রেকর্ড কোভিড আক্রান্তের মৃত্যু! এক দিনে মারণ রোগ প্রাণ কাড়ল ৫ জনের। ফলে জেলায় মোট কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। পাশাপাশি,একদিনে জেলায় নুতন করে ৭৭ জন আক্রান্ত হলেন। আর এর ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৭১ জন।তবে এর মধ্যেও ভালো খবর একসাথে করোনা থেকে মুক্তও হলেন ১৩১ জন

সারা জেলায় মোট সেরে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯০৮ জন। এবং সারা জেলায় সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪৭ জন।২৯ আগস্টের নিরিখে আজকের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

Tags:    

Similar News