বাঁকুড়া জিলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচনের কাজ সম্পন্ন হল আজ,কারা,কারা নির্বাচিত হলেন? জানালেন সভাধিপতি অনুসূয়া রায়।

Update: 2023-09-15 10:51 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জিলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচনের কাজ সম্পন্ন হল আজ। ৯ টি স্থায়ী কমিটির সদস্যরা এদিন কর্মাধ্যক্ষ নির্বাচিত করেন। জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মমতা সিংহ মহাপাত্র,পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অর্চিতা বিদ, কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিশ্বরূপা সেনগুপ্ত, শিক্ষা,সংস্কৃতি,তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ নির্বাচিত হন হাবিবুর রহমান, শিশু,নারী উন্নয়ন ও জনকল্যান কর্মাধ্যক্ষ হলেন পম্পা দাস বাউরী,বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন চিত্তরঞ্জন মাহাত,

খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ হয়েছেন সহদেব বাগদি,ক্ষুদ্র শিল্প,বিদ্যুত ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রশান্ত গিরি এবং মৎস ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সুজাতা মন্ডল। বাঁকুড়া  জিলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় সাংবাদিক বৈঠকে এই ৯ জন কর্মাধ্যক্ষের নাম ঘোষণা করেন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News