খিচকা গ্রামে সেচের স্যালোতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত এক গ্রামবাসী, বিদ্যুৎদপ্তরের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ!

Update: 2019-04-28 06:12 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সেচের জলের স্যালোতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খিচকা গ্রামে। আহত আসিত কোটাল কে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের আভিযোগ,বিদ্যুৎ দপ্তর গ্রামের ট্রান্সফরমার থেকে সরাসরি স্যালোর বৈদ্যুতিক সংযোগ এমন ভাবে করেছে যে,মেন সুইচ বন্ধ থাকলেও বৈদ্যুতিক লাইন চালু থাকে। যার ফলে এই ধরনের ঘটনা প্রায় ঘটে। বিদ্যুৎ দপ্তরে বারে,বারে আভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয় নি। ফের একই ঘটনা ঘটায় এবার বিদ্যুৎ দপ্তরের ওপর ক্ষুব্ধ তারা। সমস্যা না মিটলে এবার বড়ো আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন খিচকা গ্রামের বাসিন্দারা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/without-helmet-bike-rally-controversy-on-subrata-mukherjees-election-campaign-at-mejia/img-20190427-wa0006/" rel="attachment wp-att-4538">

Similar News