জয়পুরে বিপিএমও'র অধিকার পদযাত্রায় পা মেলালেন বামপন্থীরা।

Update: 2018-10-01 14:11 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (উত্তম দে,জয়পুর) : বিভিন্ন ক্ষেত্রে জনতার অধিকার সুনিশ্চিত করতে বাম পন্থীদের সংগঠিত যুক্ত মঞ্চ বিপিএমও-র ডাকে আজ জয়পুর ব্লকে অধিকার যাত্রায় পা মেলালেন এলাকার বামপন্থী মানুষজন।

বিশ্বনাথ দে,তরুবালা বিশ্বাস,ইন্দ্রজিৎ টাঙ্গী,মানিক রায় প্রমুখ বাম নেতাদের নেতৃৃত্বে জয়পুর থেকে চাতরা মোড় পর্যন্ত প্রায় সাতশোরও বেশী মানুষ এই পদ যাত্রায় সামিল হন।

আজকের এই পদযাত্রায় জয়পুরে বামপন্থীদের সংগঠন যে এখনও সক্রিয় আছে তার প্রমাণ ফের আরও একবার মিলল বলে স্থানীয় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে।

#দেখুন ভিডিও।[embed]Full View

Similar News