#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের রাজনৈতিক সংঘর্ষের জেরে উতপ্ত হল পাত্রসায়র। বিজেপি নেতা মুকুল রায় পাত্রসায়র ছাড়ার পর দলীয় কর্মী, সমর্থকরা বাড়ী পথে বলরামপুরে তৃণমূল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। অন্যদিকে,তৃণমূলও তাদের এক সমর্থকের দোকানে বিজেপি হামলা চালায় বলে পালটা অভিযোগ তুলেছে। মঙ্গলবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা। যথেচ্ছ ইঁট পাটকেল ছোঁড়া হয়। মুখে গামছা বেঁধে চলে তান্ডব। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শাসক দলের হামলার প্রতিবাদে কাঁকরডাঙ্গায় কিছুক্ষণ পথ অবরোধ করা বিজেপি।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]