পাত্রসায়রের গুলি চালানোর ঘটনায় সিবিআই তদন্তের দাবী তুললেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পাত্রসায়রের কাঁকরডাঙ্গায় এক ছাত্র সহ তিন জনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবী তুললেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,পুলিশ নিজে গুলি করে এখন অস্বীকার করছে।সিবিআই হলেই সব প্রমাণ হয়ে যাবে। আজ জেলা পুলিশ লাইনে বিক্ষোভ সভায় যোগ দেওয়ার পর তিনি বাঁকুড়া মেডিকেলে ভর্তি গুলিবিদ্ধ তিন জনকে দেখতেও যান। তিনি এদিন হুমকীর সুরে বলেন, রাজ্যে পুলিশ ও তৃণমূল গুন্ডাদের যে আত্যাচার চলছে তা বন্ধ না হলে বিজেপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেবেন যে তা,তারা জীবনে ভুলতে পারবেন না।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]