শহর বাঁকুড়া থেকে জঙ্গল মহল,রাম বন্দনায় আজ বিশেষ কর্মসুচী বিজেপির। দেখুন 🎦 ভিডিও প্রতিবেদন।

Update: 2020-08-05 16:54 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সাত সকাল থেকে সন্ধ্যে, জেলার সদর শহর থেকে জঙ্গলমহল, জেলার সর্বত্র ছিল রাম মন্দিরের ভুমি পূজোর উচ্ছ্বাস। অয্যোধ্যার থেকে ৭৩৫ কিমি দূরে বাঁকুড়াতেও রামলালার বন্দনার হিড়িক পড়ে যায় ব্লকে,ব্লকে।পুজোর পাশাপাশি, প্রসাদের লাড্ডু বিলিরও ধূম ছিল চোখে পড়ার মতো। সাংসদ সুভাষ সরকার শহরের সতীঘাটের রাম মন্দিরে পুজো দিয়ে পথ চলতি মানুষের মধ্যে প্রসাদ বিলি করেন। এদিন দুপুরে জেলার রাষ্ট্র সেবিকা সমিতির মহিলারা রাম মন্দিরের ভুমি পূজোর শুভক্ষণে শঙ্খ ধ্বনি উলু ধ্বনি দিয়ে রাম বন্দনায় সামিল হন।পাশাপাশি, জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী, মধ্য ঢাক, ঢোল বাজিয়ে উচ্ছ্বাস ছিল নজর কাড়া।
সকাল থেকেই বৃষ্টির ঘনঘটার মধ্যেই জেলায় বিজেপির পক্ষ থেকে জেলা জুড়ে বিশেষ কর্মসূচি নেওয়া হয় এদিন। সন্ধ্যের সময় ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলনের আয়োজনও। আর বিজেপির এই আহবানে সাড়া দেন জেলার প্রচুর ধর্ম প্রাণ মানুষজনও।
দেখুন 🎦 ভিডিও। 👇

Full View /wp:core-embed/youtube -->

Similar News