#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বারিকুলের বাঘের পায়ের ছাপ মেলার পর থেকেই বাঘের হানার ভয় গ্রাস করেছে গ্রামবাসীদের! সামনেই মকর পরব। তাই, এই পরবের খরচা জোগাড়ে এই সময় জঙ্গলে কাঠ সংগ্রহের হিড়িক পড়ে যায়। কিন্তু, বাঘের হানার আশঙ্কায় বেলা গড়ানোর আগেই জঙ্গল থেকে তড়িঘড়ি বাড়ী ফিরছেন সকলে। রুজিতে টান ধরলেও প্রাণে বাঁচতে এই সতর্কতা এখন সারা বারিকুল জুড়ে। পাশাপাশি, সন্ধ্যে নামার সাথে,সাথে পাড়ার মোড় শুনশান! সবাই ঘর বন্দি করে রাখছেন নিজেদের। বাঘ কেউ নিজের চোখে না দেখলেও স্রেফ লোকের মুখে বাঘ বের হওয়ার খবর, আর পায়ের ছাপের নিশানে বাঘের হানা থেকে নিজেদের নিরাপদে রাখতে, জঙ্গল মুখো হতে চাইছেন না গ্রামবাসীরা!
যদিও, বারিকুলে বাঘ এখন নেই। সেই বাঘ ঝাড়গ্রাম হয়ে পাড়ি দিয়েছে ঝাড়খণ্ডের ঘাটশিলায়। সেখানকার ফুলঝোড় গ্রামে একটি গরুকেও শিকার করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। বন দপ্তরের দাবী, বাংলার বাঘটির পায়ের ছাপের সাথে এই ঘাটশিলার বাঘের ছাপেও মিল রয়েছে। তাই বন দপ্তরের অনুমান, বারিকুলে বাঘ আর নেই।
তবুও,এলাকায় বাঘের আতঙ্কের ঘোর কাটিয়ে উঠতে পারেননি বারিকুলের গ্রামবাসীরা! যদিও,রাজ্যের বন বিভাগের মুখ্য বনপাল (সেন্ট্রাল) রাজীব শর্মা গ্রামবাসীদের কোন আতঙ্কের কারণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন। এবং তিনি গ্রামবাসীদের অযথা গুজবে কান না দেওয়া ও গুজব না ঝড়ানোর অনুরোধ করেছেন। তাই, গ্রামবাসীরা সতর্ক থাকলেও তাদের বাঘ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলেও তিনি ভরসা জুগিয়েছেন। এছাড়া বারিকুলের বিভিন্ন বিটে বন দপ্তরের ৮টি টীম এলাকায় বাঘের গতিবিধির ওপর নজরদারি এবং বাঘের লোকালয়ে হানা ঠেকাতে মোতায়েন রাখা হয়েছে। তবে, এই কদিনে বারিকুলে নুতন করে বাঘের ছাপ না মেলায়, বন দপ্তর ধরে নিয়েছে এলাকায় বাঘের আনাগোনা এই মুহূর্তে নেই। তাই আতঙ্কেরও কোন কারণ নেই এখানকার বাসিন্দাদের।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]