সারেঙ্গায় আটকে পড়া ৬২ জন রাজমিস্ত্রীকে বাড়ী পাঠানোর উদ্যোগ নিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।

Update: 2020-03-29 14:31 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (সঞ্জয় ঘটক,সারেঙ্গা) : রুজি,রুটির টানে মুর্শিদাবাদথেকে বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গায় রাজ মিস্ত্রির কাজ করতে এসে ছিলেন জনা ৬২ এর একটি দল। করোনা সতর্কতায় লকডাউনের ফলে তারা কাজ বন্ধের জেরে সমস্যায় পড়েন। অনেকেরই খাবার টাকা খরচ করাও দুষ্কর হয়ে ওঠে। তার ওপর পরিবারের লোকেদের বাড়ী ফিরে আসার আকুতি আরও বিচলিত করে তোলে তাদের। এই অবস্থায় তারা বাড়ী ফেরানোর আর্জি নিয়ে দ্বারস্থ হন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দিব্যেন্দু সন্নিগ্রহীর কাছে। তিনিই নিজের উদ্যোগে এদের বাসে করে বাড়ী ফেরানোর ব্যবস্থা করেন। আর বাড়ী ফিরতে পেয়ে সকলেই খুশী। তারা কৃতজ্ঞতা জানিয়েছেন দিব্যেন্দু বাবুকেও।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/violated-the-corona-warning-thousands-people-line-at-bankura-head-post-office-for-adhar-card-service/sketch-1584526847018_1200x600/" rel="attachment wp-att-8449">

Similar News