তৃণমূলের কোন ক্যাডার নেই,ওদের জেতানোর দ্বায়িত্ব নিয়েছে পুলিশ, জেলায় প্রচারে এসে তোপ দিলীপের,পালটা জবাব দিলেন অরুপ।

Update: 2022-02-21 16:57 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ায় পুর ভোটের প্রচারে এসে শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি,রবিবার জেলার সোনামুখী ও বিষ্ণুপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে পথ প্রচার সারেন৷ তারই ফাঁকে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে, তৃণমূলের গোঁজ প্রার্থীদের নির্বাচন লড়াইকে কটাক্ষ করলেন তিনি। দিলীপ বাবু বলেন,বিরোধীদের ভোট কাটাকুটির জন্যই তৃণমূল চক্রান্ত করে এই নির্দলদের ভোটের ময়দানে নামিয়েছে। এরা জিতলে গননা কেন্দ্রেই তৃণমূলে যোগ দেবেন বলেও দাবী করেন তিনি।পাশাপাশি, দিলীপ বাবুর তোপ তৃণমূল কে জেতানোর দায়িত্ব নিয়েছে পুলিশ। তৃণমূলের কোন ক্যডার নেই।

এদিকে,দিলীপ বাবুর এই তোপের পালটা তোপ দাগেন, তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তী। রবিবার,বাঁকুড়া শহরের ১২ নাম্বার ওয়ার্ডে নির্বাচনী কার্য্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে নতুন যুব,ছাত্র ও মহিলা ভোটারদের নজর কাড়া উপস্থিত দেখে আপ্লুত অরুপ বাবু দিলীপ বাবুর মন্তব্য প্রসঙ্গে বলেন, যদি তৃণমূলের ক্যাডার নেই, তাহলে এরা কারা? এত লোকের সমর্থন দিলীপ বাবু এসে নিজের চোখে দেখে যান। বিজেপির পালে আর হাওয়া নেই। বাঁকুড়াতে তৃণমূল এবার বিপুল ভোটে পুরসভা ফের দখলে রাখবে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News