এবার জেলার তিন পুর শহরে মহিলাদের নিরাপত্তায় আস্থা,ও পথ চলার ভরসা যোগাবে উইনার্স স্কোয়াড।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে জেলার বাঁকুড়া,বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন পুর শহরের মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্রমীলা বাহিনী উইনার্স স্কোয়াডের পথ চলা শুরু হল।এই প্রমীলা বাহিনী শহরের পথ চলতি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি মহিলাদের দিনে- রাতে সব সময় পথ চলার ক্ষেত্রে ভরসা যোগাবে। মহিলাদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি ইভটিজারদের দৌরাত্ম ঠেকাতেও সক্রিয় ভুমিকা নেবে এই বিশেষ স্কোয়াড।
শহরের স্কুল,কলেজে সংলগ্ন এলাকা,ব্যস্ততম বাজার,বাস স্টপেজ এমন স্থান যেখানে মহিলাদের নিয়মিত উপস্থিতি বেশী সংখ্যায় থাকে সেখানে এই উইনার্স স্কোয়াড টহল দেবে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের অফিস প্রাঙ্গণে সবুজ পতাকা নেড়ে এই উইনার্স স্কোয়াডের আনুষ্ঠানিক সুচনা করেন বাঁকুড়া রেঞ্জের আই,জি সুনীল চৌধুরী ও জেলাশাসক কে,রাধিকা আয়ার। জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান, মহিলাদের নিরাপত্তায় মুখ্যমন্ত্রী এই উইনার্স স্কোয়াড সারা রাজ্যজুড়ে চালু করার নির্দেশ দিয়েছেন।
সেই মতো বাঁকুড়া জেলাতে এই বিশেষ স্কোয়াডের সুচনা হল। দুই জন অফিসার ও ২০ জন স্কোয়াড মেম্বার নিয়ে মোট ২২ জনের এই প্রমীলা বাহিনী তৈরি হয়েছে।এখন জেলার তিন পুর শহর জুড়ে এরা কাজ করবে। তবে পরবর্তী সময় অন্যত্রও এই উইনার্স স্কোয়াড কে কাজে লাগানো হবে। বিশেষ ভাবে মার্শাল আর্টে প্রশিক্ষিত এই স্কোয়াড মেম্বারদের কাছে থাকবে সেল্ফ ডিফেন্স স্প্রে।যা ছিটিয়ে দুষ্কৃতিদের নিমেষে কাবু করা যাবে। স্কুটি চড়ে শহরে দাপিয়ে বেড়াবে এই উইনার্স স্কোয়াড। মুলত মহিলাদের ভরসা যোগানো ও নিরাপত্তার ক্ষেত্রে আস্থা গড়ে তোলার কাজ করবে এই উইনার্স স্কোয়াড বলে জানান তিনি।
এখন,পথে,ঘাটে ইভটিজারদের দৌরাত্ম, পাশাপাশি রোমিওদের স্কুল,কলেজ লাগোয়া এলাকায় দাপাদাপি যেমন বেড়ে গিয়েছে।তেমনি মহিলাদের ওপর দুষ্কৃতি হামলার ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়ার নয়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য মহিলাদের দিয়েই বিশেষ বাহিনী তৈরীর পরিকল্পনা নিয়েছিলেন।সেই মতো রাজ্য পুলিশ জেলায়,জেলায় এই উইনার্স স্কোয়াড গড়ার কর্মসুচী নেয়। এই উইনার্স স্কোয়াড মহিলাদের পথ চলার ক্ষেত্রে যে সাহস যোগাতে সহায়ক হবে, তা বলাই বাহুল্য।
👁️দেখুন 🎦ভিডিও। 👇