চকবাজারে মাছ ও ডিমের দোকানে চুরি,নগদ টাকার পাশাপাশি,চুরি গেল মুল্যবান ইলিশ মাছও!

চকবাজারের মতো জায়গায় এই ধরনের সিরিয়াল চুরির ঘটনায় রিতীমতো আতঙ্কিত ব্যবসায়ীরা। তারা,পুলিশ ভুমিকা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন।

Update: 2024-07-05 11:38 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : পুলিশ ফাঁড়ির কার্যত ঢিল ছোঁড়া দুরত্বে বাঁকুড়া শহরের চকবাজারে গত রাতে একের পর এক দোকানে হানা দিয়ে,তালা ভেঙ্গে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা এবং কিছু নথিপত্র চুরি করে চম্পট দেয় চোরেরা।এমনকি ইলিশ মাছও বাদ যায় নি।যেহেতু ইলিশের বাজারে ভালো দাম রয়েছে তাই ইলিশ মাছ নিয়ে চম্পট দেয় চোরেরা।চকবাজারের কয়েকটি মাছের দোকান ও ডিমের আড়ৎ টার্গেট করে চোরেরা।গতকাল রাতে তারা এই চুরির অপারেশন চালায়। চুরির পর টহলরত পুলিশ আধিকারিক মাছের দোকানের ভাঙ্গা তালা দেখে ঘটনা টের পান।ফোন করে খবর দেন দোকান মালিককে।

চুরির খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁকুড়া পুরসভার ২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে।এদিকে,চকবাজারের মতো জায়গায় এই ধরনের সিরিয়াল চুরির ঘটনায় রিতীমতো আতঙ্কিত ব্যবসায়ীরা। তারা,পুলিশ ভুমিকা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন। এখন দেখার বাঁকুড়া সদর থানার পুলিশ কত তাড়াতাড়ি এই সিরিয়াল চুরির কিনারা করতে পারে? সেদিকেই নজর রইল সবার।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও।👇

Full View


Tags:    

Similar News