দুর্গাপুর ডায়োসিসের আট জেলার ক্রীসমাস মেলা এবার বাঁকুড়ায়,মেলার মজা নিতে উপচে পড়ল ভীড়।
দুর্গাপুর ডায়োসিসের বিশপ রেভারেন্ড সমীর ইসাক খিমলা বলেন, প্রভু যীশুর জন্মমাসে সমাজের সব স্তরের মানুষের মধ্যে মেলবন্ধন ঘটাতেই এই মেলার আয়োজন। এবার এই মেলা দ্বিতীয় বর্ষে পড়ল।
বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : শহরের খ্রিস্টান কলেজিয়েট স্কুল অর্থাৎ মিশন বয়েজের মাঠে আজ বিকেল থেকেই উপচে পড়ল ভীড়৷ এই মাঠে দুর্গাপুর ডায়োসিসের অধীনে থাকা আটটি জেলা মিলে এবছরের ক্রীসমাস মেলার আয়োজন করে। এই মেলাকে ঘিরে শহরবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন বেলুন উড়িয়ে এই খ্রীসমাস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর ডায়োসিস, চার্চ অফ নর্থ ইন্ডিয়ার বিশপ রেভারেন্ড সমীর ইসাক খিমলা। উদ্বোধনের পর সারা মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন তিনি। এই মেলা এবার দ্বিতীয় বর্ষে পড়ল। মেলায় রয়েছে বিভিন্ন স্বাদের হরেক রকমের খাবারের স্টল।
পাশাপাশি,স্থান করে নিয়েছে নানা হস্তশিল্প ও লোকশিল্প সামগ্রীর বিপনিও। এছাড়া ডায়োসিসের অধীনে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা তাদের কর্মকান্ড এই মেলার স্টল গুলিতে তুলে ধরে।এছাড়া মেলায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। এছাড়া ছোটদের জন্য ছিল নানা বিনোদনের ব্যবস্থাও। ক্ষুদেরাও এদিন চুটিয়ে উপভোগ করে এই খ্রীসমাস মেলার মজা। দুর্গাপুর ডায়োসিসের বিশপ রেভারেন্ড সমীর ইসাক খিমলা বলেন,প্রভু যীশুর জন্মমাসে সমাজের সব স্তরের মানুষের মধ্যে মেলবন্ধন ঘটাতেই এই মেলার আয়োজন।
এবার এই মেলা দ্বিতীয় বর্ষে পড়ল। প্রভু ষীশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সর্বদা সবর্বস্তরের মানুষ যেন শান্তির বাতাবরন গড়ে তুলতে সচেষ্ট হন সেই বার্তাও ছড়িয়ে দেওয়া হচ্ছে আজকের এই মেলা প্রাঙ্গন থেকে।এই খ্রীসমাস মেলাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে খুশীর আবহ। শীতের হীমেল হাওয়া উপভোগের সাথে মেলার আনন্দের যুগলবন্দি তারিয়ে তারিয়ে Shank করেন শহরের মেলা প্রেমীরা।
👁️🗨️দেখুন 🎦ভিডিও 👇