এক পলকে দেখে নিন জেলার ৫ বাছাই খবরের রাউন্ডআপ।

Update: 2021-03-18 09:59 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক নজরে দেখে নিন জেলার ৫ বাছাই খবর :

(১) ভোটের মুখে বিশেষ অভিযান চালিয়ে সোনামুখী থানার নিত্যানন্দপুরে বে আইনি চোলাই মদ সহ এক ব্যক্তিকে ধরে ফেলল আবগারী দপ্তর। আবগারী দপ্তরের সোনামুখীর ওসি সন্তোষ কুমার সেনগুপ্ত জানান, সুদন সাহা নামে এক ব্যক্তিকে ৪০ লিটার চোলাই মদের ব্যাগ সহ গ্রেপ্তার করা হয়েছে।

(২) শহরের স্টেশন মোড় সংলগ্ন এলাকায় বারানসী কালিমাতার মন্দিরে চুরি হল দেবীর সোনা,রুপোর গয়না,পুজোর বাসন সহ ধাতুর তৈরী পুজোর উপকরণ। যার আনুমানিক আর্থিক মূল্য প্রায় এক লাখ টাকার কাছাকাছি বলে মন্দির কমিটির পক্ষ থেকে দাবী করা হয়েছে।


 গত রাতে চুরির ঘটনা ঘটলেও আজ তা টের পান এলাকার মানুষ। চুরির ঘটনার কিনারা করতে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

(৩) জেলায় একদিনে নুতন করে কোভিড আক্রান্ত হলেন ৫ জন। আর সেরে উঠেছেন ৭ জন। সক্রিয় আক্রান্ত রয়েছেন ৬২ জন। সব মিলিয়ে এপর্যন্ত মোট জেলায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭৮ জন।আর সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১১ হাজার ৯২৩ জন বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে।

(৪) কোতুলপুরে বেপরোয়া ভাবে বালি বাহী লরির চলাচলের ফলে আকছার ঘটছে দুর্ঘটনা। বুধবার বিকেলে এমনই একটি লরির সাথে মোটরবাইকের ধাক্কায় অষ্টমী মূর্মূ (৫২) নামে এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়। এর পরই বালি বাহী লরির বেপরোয়া চলাচল বন্ধের দাবী তুলে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ।


  (৫) ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক পদে চাকুরী প্রার্থী হিসেবে নাম অন্তর্ভুক্ত থাকলেও তাদের কাউন্সেলিং হয় নি। অর্থাৎ চাকুরী পাননি। তাই তারা চাকরীতে নিয়োগের দাবীতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে চড়াও হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবী না মিটলে আরও বড়ো আন্দোলনে নামার হুমকী দিয়েছেন বিক্ষোভকারীরা।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News