বাঁকুড়ায় প্রকাশ্য দিবালোকে বাইক থেকে গাড়ী লক্ষ্য করে গুলি বৃষ্টি,তারপর কি ঘটল? জানালেন গুলিবিদ্ধ নূর মহম্মদ।
ঘটনার পর সতীঘাট-কেশিয়াকোল রাস্তা এবং ৬০ নাম্বার জাতীয় সড়কের ক্রসিং এলাকায় হাজির হয় পুলিশ বাহিনী। পাশাপাশি, সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতিদের ধরতে শুরু করে তল্লাশি।;
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রকাশ্য দিবালোকে মোটর বাইক থেকে একটি চার চাকার গাড়ীকে লক্ষ্য করে গুলি বৃষ্টির ঘটনায় আহত হয়েছেন তিন জন।এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।আহতরা বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিন দুপুরে ঘটনাট ঘটে বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল হনুমান মন্দিরের কাছে। মোটর বাইক থেকে দুষ্কৃতিরা নীল রঙের একটি অল্টো গাড়িকে লক্ষ্যকরে বেপরোয়া ভাবে গুলি ছুঁড়তে থাকে। তারপর কি ঘটল? বাঁকুড়া ২৪X৭ এর ক্যামেরায় তা জানিয়েছেন এই ঘটনায় গুলিবিদ্ধ নূর মহম্মদ শা।
ঘটনার পর সতীঘাট কেশিয়াকোল রাস্তা এবং ৬০ নাম্বার জাতীয় সড়কের ক্রসিং এলাকায় হাজির হয় পুলিশ বাহিনী। পাশাপাশি, সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতিদের ধরতে তল্লাশি শুরু করে পুলিশ। এখনও এই গুলি চালানোর ঘটনার মোটিভ জানা যায় নি। পুলিশ জানিয়েছে আহত তিনজনের মধ্যে দুজন পূর্ব বর্ধমান জেলায় বাসিন্দা। এবং একজন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার বাসিন্দা। এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তার জন্য পরবর্তী আপডেটের ওপর নজর রাখুন।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇