পংক্তি ভোজন উৎসবের মাধ্যমে অভিনব জনসংযোগ শহরের কাউন্সিলর পিংকী চক্রবর্তীর।

এলাকার বাসিন্দাদের সাথে জনসংযোগ গড়তে অভিনব কর্মসূচী নিলেন বাঁকুড়া পুরশহরের ১৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর পিংকি চক্রবর্তী। পিংকী দেবী এবং তাঁর স্বামী বাপী চক্রবর্তী মিলে এমন পংক্তি ভোজনের আয়োজন করে আসছেন টানা ১১ বছর ধরে।;

Update: 2024-01-22 06:37 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : কনকনে শীতকে উপেক্ষা করে মানুষ ভীড় জমাচ্ছেন।দীর্ঘক্ষণ লাইন দিয়ে সুশৃঙ্খল ভাবে অংশ নিচ্ছেন পংক্তি ভোজনে। হাজার,হাজার মানুষের সমাগম সারা মাঠ জুড়ে। এমন অভিনব কায়দায় এলাকার বাসিন্দাদের সাথে জনসংযোগ করার কর্মসূচী নিলেন বাঁকুড়া পুরশহরের ১৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর পিংকি চক্রবর্তী। পিংকী দেবী এবং তাঁর স্বামী বাপী চক্রবর্তী মিলে এমন অভিনব পংক্তি ভোজনের আয়োজন করে আসছেন টানা ১১ বছর ধরে। পিংকী দেবী বলেন, এখানে রাজনীতির উর্ধ্বে উঠে দল,মত নির্বিশেষে তার ওয়ার্ডের বাসিন্দাদের এদিন আমন্ত্রণ জানানো হয়।

তার ১৫ নাম্বার ওয়ার্ডের সকল বাসিন্দা এবং  শুভাকাঙ্খীদের সাথে নিয়ে এই ভোজন উৎসবে সামিল হন প্রতি বছর। আর ভালোবাসার টানে প্রচুর মানুষ আসেন। এজন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন পিংকী দেবী।এদিন,এই ভোজন উৎসবে ছিল বাউল গানের আসরও। উপস্থিত ছিলেন তালডাংরার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরুপ চক্রবর্তী, তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত প্রমুখ।অরুপ বাবুও এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এদিন।এককথায় এই পংক্তি ভোজন কার্যত মানুষের মিলন মেলায় পরিণত হয় এদিন।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News