জেলায় ফের এক কোভিড আক্রান্তের মৃত্যু, একদিনে আক্রান্ত ১০৭, সেরে উঠলেন ১০৩ জন।
জেলায় করোনা আক্রান্ত আরও এক রোগীর মৃত্তু হল।ফলে,জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে। পাশাপাশি একদিনে জেলায় নুতন করে আক্রান্ত হলেন ১০৭ জন এবং সেরে উঠেছেন ১০৩ জন বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে।;
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল এক জনের।ফলে জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৫ জন। পাশাপাশি নুতন করে একদিনে আক্রান্ত হয়েছেন ১০৭ জন। এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,২৮০ জন।
তবে, এরই মধ্যে একদিনে সেরেও উঠলেন ১০৩ জন।ফলে মোট সেরে ওঠার সংখ্যা বেড়ে হল ২,৫৬১ জন।এদিকে,সারা জেলা জুড়ে সক্রিয় আক্রান্ত রয়েছেন ৬৯৪ জন।
মৃদু উপসর্গ বা উপসর্গহীন পজেটিভ রোগীর নিজের বাড়ীতে বা সেফ হাউসে থেকেই চিকিৎসা চলছে। শ্বাসকষ্ট বা জটিল শারিরীক পরিস্থিতি দেখা দিলে তাদের কোভিড হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে।