ময়রাবাঁধে অবিলম্বে আন্ডারপাসের কাজ শেষ করার দাবিতে ৫ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জোটে সমন্বয় মঞ্চ গড়ে আন্দোলন।
গত বছরের ৩ রা মার্চ এর সিদ্ধান্ত অনুযায়ী রেল এই কাজ সম্পন্ন করার যে আশ্বাস দিয়েছিল তা পালন না করলে এবার আরও বড়ো আন্দোলনে নামার হুমকিও দেওয়া হয়েছে এই অধিকার মঞ্চের পক্ষ থেকে৷
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া শহরের উপকন্ঠে ময়রাবাঁধে রেলের নির্মীয়মান আন্ডারপাসের কাজ ধীর গতিতে হওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন অন্ততপক্ষে ৫ টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা৷ তাই, সানবাঁধা,বিকনা,নড়রা,সানতোড়ভো ও কোস্টিয়া এই পাঁচ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এবার জোট বেঁধে গ্রাম অধিকার সমন্বয় মঞ্চ গড়ে এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে আন্দোলনে নামলেন। অরাজনৈতিক ভাবে গড়ে ওঠা এই মঞ্চ বুধবার গণ অবস্থানে বসেন। তাদের দাবি অবিলম্বে এই আন্ডারপাস তৈরির কাজ শেষ করা হোক।অভিযোগ, রেলের গড়িমসির জন্যই এই অবস্থা।
গত বছরের ৩ রা মার্চ এর সিদ্ধান্ত অনুযায়ী রেল এই কাজ সম্পন্ন করার যে আশ্বাস দিয়েছিল তা পালন না করলে এবার আরও বড়ো আন্দোলনে নামার হুমকিও দেওয়া হয়েছে এই অধিকার মঞ্চের পক্ষ থেকে৷নিত্যদিনের যাতায়াত থেকে আপদকালীন যাতায়াত,বিশেষ করে এম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড এর ক্ষেত্রে সমস্যা দীর্ঘদিন ধরে চললেও রেলের গড়িমসির জন্য তার আর জট কাটছেনা।পাশাপাশি, রাজ্য সরকার তথা বাঁকুড়া জেলা প্রশাসনের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠছে।এখন দেখার গ্রাম অধিকার মঞ্চের এই আন্দোলনে প্রশাসনিক স্তরে টনক নড়ে কিনা?সেদিকেই নজর রইল সবার।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇