বাঁকুড়ায় কোভিড মৃত্যুতে রাশ, তবে নুতন করে আক্রান্ত হলেন ৯৮ জন।
জেলায় নুতন করে কোভিড আক্রান্ত রোগীর মৃত্যুর কোন ঘটনা নেই। ফলে এই মৃত্যুতে রাশ টনতে পারায় জেলার মোট মৃতের সংখ্যা ২২ এ থমকে রইল।তবে নুতন করে করোনা সংক্রমণ ঠেকানো যায়নি। একদিনে জেলায় আক্রান্ত হয়েছেন ৯৮ জন।;
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভালো খবর। জেলায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর নুতন করে কোন খবর নেই। এই মৃত্যুতে রাশ টানতে পারায় খানিকটা হলেও স্বস্তি মিলেছে জেলার স্বাস্থ্য কর্তাদের। তবে তারই মধ্যে কোভিড আক্রান্তের ঘটনা বেড়া যাওয়ায় বাড়ছে উদ্বেগও। একদিনে জেলায় নুতন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৯৮ জন। ফলে জেলায় মোট আক্রান্ত এবার তিন হাজারের গন্ডিতে ঢুকে পড়বে! এপর্যন্ত জেলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৯৪৮ জন। এবং মোর মৃতের সংখ্যা ২২ জন। তবে এরই মধ্যে সেরে ওঠার সংখ্যাও কম নয়। জেলায় একদিনে একসাথে কোভিড মুক্ত হয়ে বাড়ীও ফিরলেন ৯৩ জন। আর জেলায় এই সেরে ওঠার মোট সংখ্যা হল ২,৩১১। পাশাপাশি জেলায় এই মুহূর্তে সক্রিয় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৬১৫ জন। ৩ সেপ্টেম্বরের নিরিখে আজকের স্বাস্থ্য দপ্তরের কোভিড মেডিকেল বুলেটিন থেকে জানা গেছে।