বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : হেমন্তের সন্ধ্যায় বাঁকুড়া শহরের কলেজমোড়ে জিলা পরিষদ অডিটোরিয়ামে বাঁকুড়া ডান্স ফোরাম আয়োজন করেছিল ডান্ডিয়া ফেস্টিভ্যালের৷ বাঁকুড়া শহরের পাশাপাশি, খাতড়া,গঙ্গাজলঘাটির মতো জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫ টি ডান্সট্র্যুপ এই ফেস্টে অংশ নেয়। এই প্রথম শহরে এমন ফেস্টিভ্যালের আয়োজন হওয়ায় মানুষের সাড়াও মেলে ভালো। অডিটোরিয়াম প্রাঙ্গন জুড়ে উপচে পড়ে ভীড়। রাত পর্যন্ত ডান্ডিয়া নাচ উপভোগ করেন প্রচুর মানুষ। শহরের গুজরাটি সম্প্রদায়ের মানুষেরাও এই ফেস্টিভ্যালকে স্বাগত জানান।
আয়োজক সংস্থা বাঁকুড়া ডান্স ফোরামের পক্ষ থেকে রনি সিনহা জানান,প্রথম বছরেই ব্যপক সাড়া মেলায় দারুণ খুশী ফোরামের সদস্য, সদস্যারা।আসছে বছর আরও বড়ো আকারে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদারও প্রতি বছর এই ফেস্টিভ্যাল আয়োজনের পক্ষে সওয়াল করেন এবং পুরসভার পক্ষ থেকে সহযোগিতারও আশ্বাস দেন।
এদিন,বাঁকুড়া অডিটোরিয়াম প্রাঙ্গন পুরো সেজে উঠেছিল গুজরাটি আঙ্গিকে।তার সাথে ডান্ডিয়ার বোল আর নাচের তালে একটুকরো গুজরাট উঠে এসেছিল লালমাটির বাঁকুড়ায়।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇