জেলায় করোনার দাপট বেড়েই চলেছে। ফের মৃত্যু ১ কোভিড রোগীর, নুতন করে আক্রান্ত আরও ৯৮ জন।
জেলায় করোনার দাপট অব্যাহত। ফের করোনা কেড়ে নিল ১ জনের প্রাণ। পাশাপাশি নুতন করে আক্রান্ত হলেন জেলার আরও ৯৮ জন। এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট প্রাণ হারিয়েছেন ২২ জন। যা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাঁকুড়া পৌর শহরেও বাড়ছে করোনা সংক্রমণের হার।;
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের আরও এক জনের প্রাণ কেড়ে নিল করোনা। জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২২। পাশাপাশি, সংক্রমণও ছড়াচ্ছে দ্রুত হারে। একদিনে ৯৮ জন নুতন করে করোনা আক্রান্ত হলেন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৮৫০ জন। এবং একদিনে করোনা থেকে সেরে বাড়ি ফিরলেন ৫০ জন। আর জেলায় মোট করোনা জয় করে বাড়ি ফেরার সংখ্যা হল ২,২১৮ জন। পুরো জেলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬১০ জন। ২ সেপ্টেম্বরের নিরিখে আজকের স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জেলার অন্যন্য এলাকার পাশাপাশি শহরেও পাড়ায়,পাড়ায় করোনার সংক্রমণের খবরও মিলছে নুতন করে।
দেখুন 🎦 ভিডিও। 👇