রাজ্যে অঘোষিত জরুরী অবস্থা চলছে, বাঁকুড়ায় গুলিবিদ্ধ কর্মীদের দেখতে এসে মন্তব্য মুকুলের।

Update: 2019-06-25 10:11 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (অভিজিৎ ঘটক,বাঁকুড়া) রাজ্যে অঘোষিত জরুরী অবস্থা চলছে! আর রাজ্যের সাম্প্রতিক জনাদেশ মেনে নিতে না পেরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন! আজ পাত্রসায়রে গুলিবিদ্ধ তিন আহত বিজেপি কর্মীকে বাঁকুড়া মেডিকেলে কলেজ হাসপাতালে দেখতে এসে, রাজ্যের পরিস্থিতি প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি আজকের তারিখ উল্লেখ করে বলেন এই ২৫ জুন,১৯৭৫ সালে ভারত বর্ষে জরুরী অবস্থা জারী হয়েছিল। সেটা ছিল ঘোষিত জরুরী অবস্থা আর রাজ্যে এখন যা চলছে তা হল অঘোষিত জরুরী অবস্থা। এছাড়াও পাত্রসায়রের গুলি কান্ডের সিবিআই তদন্তের দাবীও তোলেন তিনি। পাশাপাশি, গুলিবিদ্ধ আহত তিন জন কে সুস্থ করা তোলার যাবতীয় দায়িত্বও দল পালন করবে বলে জানান তিনি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0027/" rel="attachment wp-att-5225">

Similar News