মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেই জঙ্গল মহলে শান্তি ফেরার পিছনে কোন যুক্তি খাড়া করলেন অমিয় পাত্র? জানতে দেখুন 🎦 ভিডিও।

Update: 2019-04-04 14:12 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জঙ্গল মহলে শান্তি প্রতিষ্ঠার পিছনে শাসক দলের সঙ্গে মাও যোগের তত্ত্ব খাড়া করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন বাঁকুড়া লোকসভার সিপিএম প্রার্থী অমিয় পাত্র। শুধু তাই নয়,মাও নেতা কিষাণ জীর সাথে তৃণমূল নেত্রীর যোগ সূত্র এবং ছত্রধর মাহাত কে ব্যবহার করারও প্রসঙ্গ তোলেন তিনি।

অমিয় বাবুর দাবী, বাম আমলে মুখে গামছা বেঁধে যারা জঙ্গল মহলে খুনোখুনি করত তারা, দিদি মুখ্যমন্ত্রী হতেই খুনোখুনি ছেড়ে, ঝান্ডা হাতে দিদির জয়গান গাইছে। আর, এটাকেই কিছু মিডিয়া জঙ্গল মহল হাসছে বলে প্রচার করছে। আসলে,জঙ্গল মহলের অশান্তি ছিল তৃণমূলীদের সৃষ্টি! দিদি মুখ্যমন্ত্রী হতেই জঙ্গল মহলে শান্তির যে কথা বলা হচ্ছে, তা "মিডিয়া প্রসূত"- বলেই মনে করেন এই বাম নেতা। আজ, নিজের ভোটের প্রচারে জঙ্গল মহলের সারেঙ্গার বিভিন্ন গ্রাম চষে বেড়ান অমিয় বাবু।

এক সময় এই এলাকায় বামেদের আধিপত্য ছিলো ষোলোআনা। পরে তৃণমূল শক্তি সঞ্চয় করে বামেদের পিছনে ফেলে দেয়। গত পঞ্চায়েত ভোটের সময় থেকে এখানে শক্তি বাড়ায় বিজেপি।অনেক বাম সমর্থক রামের প্রতি আস্থাশীল হয়ে পড়ায় এই পট পরিবর্তন বলে রাজনৈতিক মহলের অভিমত। এখন দেখার, তাদের ফের বামমুখী করে অমিয় বাবু নিজের ভোটের

ঝুলি ভরতে পারেন কিনা? তার,ওপরই অনেকখানি নির্ভর করছে নির্বাচনী ফলাফল।

#দেখুন ভিডিও।[embed]Full View href="https://www.bankura24x7.com/shyamal-santra-crossed-the-century-in-the-election-campaign/img-20190401-wa0018/" rel="attachment wp-att-4275">

Similar News