#COVID BREAKING : কলকাতা থেকে পাত্রসায়রে বাড়ী ফেরার কদিনের মধ্যেই করোনা পজেটিভ ধরা অড়ল এক ১৫ বছরের কিশোরের। সে গত ১১ মে কলকাতা থেকে পাত্রসায়রে ফেরে বলে জানা গেছে। ফেরার পর সে বাড়ীতেই ছিল।গত ২০ মে তার লালা রসের স্যাম্পাল সংগ্রহ করে হয়। ২১ তারিখ তা কলকাতার স্কুল অফ ট্রপিক্যালে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার পর কোভিড পজেটিভ ফল আসে। জানা গেছে পাত্রসায়র থেকে তাকে চিকিৎসার জন্য দূর্গাপুরে পাঠানো হচ্ছে।
#দেখুন 🎦 ভিডিও।👇[embed]