রামনবমীর মিছিলকে কেন্দ্র করে মাচানতলায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ধৃত ১৮ জনের মধ্যে ১৭ জনের জামিন নাকচ।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রামনবমীর মিছিলকে কেন্দ্র করে মাচানতলায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ধৃত ১৮ জনের মধ্যে ১৭ জনের জামিন নাকচ করল আদালত। শুধুমাত্র ১ জন এদিন জামিন পেয়েছেন বলে সুত্রের খবর।এদিন,ধৃত ১৮ জনকে কড়া পুলিশি বেষ্টনীর মধ্য দিয়ে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশ ব্যারিকেড করে গুনে,গুনে ১৮ জনকে কোর্ট লকআপে হাজির করে।এদিকে,ধৃতদের আত্মীয় স্বজন থেকে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতা,কার্যকর্তা ও সদস্যরা আদালত চত্বরে হাজির হয়ে জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন। এবং আদালত চত্বরে তাদের ভীড় উপচে পড়ে৷ তবে, এদিন পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
প্রসঙ্গত,রবিবারে সন্ধ্যায় বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাম ভক্ত ও পুলিশের মধ্যে সংঘাত বাঁধে। পুলিশকে লক্ষ্য করে চলে ব্যাপক ইট বৃষ্টি। পুলিশ পালটা লাঠিচার্জ করে,ফাটানো হয় টিয়ার গ্যাস। হাজির ছিল জল কামানও। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করে৷ তাদের বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক ধৃতদের মধ্যে ১ জনের জামিন মঞ্জুর করেন এবং ৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেপাজতে থাকার নির্দেশ দেন। আদালত সুত্রে জানা গেছে ধৃতদের আইপিসির ১৪৭/১৪৮/১৪৯/২৫২/১৫৩/৩২৫/৩২৬/৩৩২/৩৫৩/১৮৬/১৮৮/৪২৭/৫০৫ (বি)/১২০বি/ এছাড়া ২৫ আর্মস অ্যাক্ট ও ৯ এমপিও ধারায় অভিযুক্ত করা হয়েছে।
👁️ দেখুন 🎦ভিডিও। 👇