তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব!উত্তাল মেজিয়া, তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি সিন্ডিকেটের অভিযোগ তুলে সরব যুব তৃণমূল।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার তোলাবাজির আঁতুড় ঘর নামে পরিচিতি আছে মেজিয়ার। অবৈধ কয়লা, তাপবিদ্যুতের ছাই,এমনকি অবৈধ বিস্ফোরক থেকে বেআইনী জ্বালানী তেলের কারবার, বালি,পাথর সিন্ডিকেট এসবের দশ চক্রে এখানে তোলাবাজিই কার্যত পেশায় পরিনত হয়েছে। এখানকার নেতাদের দিকেই বারে,বারে এই সব সিন্ডিকেটকে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার মানুষ। এবার সেই একই অভিযোগ তুলে সরব হলেন এখানকার যুব তৃণমূল নেতৃত্ব। তাও আবার দলেরই মাদার সংগঠনের এক নেতার বিরুদ্ধে। আর এই ঘটনায় রিতীমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খোদ শাসক দলের এই যুব ও মাদার সংগঠনের এই কাজিয়ায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
এই কাজিয়ার জেরে যুব বনাম মাদার সংঘর্ষও বাঁধে। যুব তৃণমূল সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল মাদার সংগঠনের নেতা রবি গোপ,বিশ্বজিৎ গোপ ও তাদের অনুগামীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে এই ঘটনার সুত্রপাত স্থানীয় এক রেশন ডিলার শংকর শর্মার ওপর হামলাকে কেন্দ্র করে। অভিযোগ রবি গোপ ও তার ছেলে বিশ্বজিত গোপ এই রেশন ডিলারের বাড়ীতে চড়াও হয়ে মারধর শুরু করে। রেশন ডিলারের পরিবারের দুই সদস্য বিশাল ও অভিষেক শর্মার মাথায় আঘাত লাগে।এই ঘটনার প্রতিবাদে যুন তৃণমূলের কর্মী সমর্থকেরা রুখে দাঁড়ালে রবি গোপের লোকেরা যুব বাহিনীর ওপর হামলা চালায়।এর জেরে সোমবার রাতে উত্তাল হয়ে ওঠে মেজিয়ার বাগানগোড়া এলাকা।
প্রতিবাদে প্রায় ঘন্টা খানেক ধরে ৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।মেজিয়ার যুব বনাম মাদার তৃণমূলের এই লড়াই জেলা তৃণমূল নেতৃত্বকেও যথেষ্ট বিড়াম্বনায় ফেলেছে। প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকেরা এই তোলাবাজির সাথে যুক্ত নেতাদের বিরুদ্ধে দলের রাজ্য নেতৃত্বে তরফে তদন্ত করে কড়া শাস্তির দাবী তুলেছেন। তাদের বক্তব্য এই সব নেতাদের জন্যই দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যার জন্যই শালতোড়া বিধানসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। অন্যদিকে, একই দাবী জানিয়ে এবার মেজিয়ার যুব তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠাচ্ছে বলে সুত্রের খবর।
পাশাপাশি, এই ঘটনার জেরে তৃণমূল জেলা ও রাজ্য নেতৃত্ব কি ব্যবস্থা নেয় সেদিকেও তাকিয়ে আছেন দলের সিংহভাগ কর্মী, সমর্থক।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇