থার্মাল গানে হাই টেম্পারেচারের অজুহাতে ভোটদানে বাধা,এমন অভিযোগ তুলে ভোটারদের বিক্ষোভ কোতুলপুরে।

Update: 2021-04-01 13:23 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার কোভিড সতর্কতা বিধির গেরোয় পড়ে ভোট দিতে পারছেন না! এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন কোতুলপুরের ১২৩ নাম্বার বুথের ভোটাররা। তাদের অভিযোগ, বুথে ঢোকার আগে থার্মাল গানে তাপমাত্রা মাপা হচ্ছে। সেই যন্ত্রে সবারই উষ্ণতা বেশী এই কারণ দেখিয়ে বুথে ভোট দিতে ঢুকতে দেওয়া হচ্ছেনা। আসলে গরমের জন্য এমনিতেই শরীরের তাপমাত্রা বেশী তাই উচ্চ তাপমাত্রার অজুহাতে ভোটাধিকার থেকে ভোটারদের বঞ্ছিত করার হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় ভোটার ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা।

এদিকে,থার্মাল গানের রিডিং এর ত্রুটির জন্য এমন উচ্চ তাপমাত্রা দেখাচ্ছিল এমন অনুমানও অনেকে করছেন। জানা গেছে পরে থার্মাল গানের ত্রুটি দূর করে ফের তাপমাত্রা মেপে ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। কোভিড সতর্কতা বিধিই যে এভাবে ভোট দানের অন্তরায় হতে পারে তা ভেবে উঠতে পারেন নি ভোটাররা। তবে, এই সমস্যার প্রতিবাদে সরব না হলে নির্বাচন দপ্তরের টনক নড়ত না বলেই মনে করছেন তারা। এখন অবশ্য ভোট গ্রহণ ঠিকঠাক চলছে বলেই জানিয়েছে জেলা নির্বাচন দপ্তর।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News