মোদীর জামানায় ভারত বর্ষে কোন বিচার নেই! হাতরাস কাণ্ডের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে তোপ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

Update: 2020-10-04 00:50 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : হাতরাস ধর্ষণ কান্ড চরম বিড়ম্বনায় ফেলেছে বিজেপিকে। আর এই ইস্যুতে বিরোধী শিবির প্রতিবাদে সোচ্চার হচ্ছেন দেশ জুড়ে। আর যোগী আদিত্যের সরকারের ব্যান্ড ইমেজ ফিকে হচ্ছে এর ফলে। যার আঁচ লেগেছে বঙ্গের রাজনীতিতেও। 

যোগী রাজের এই ঘটনাকে তুলে ধরে এবার বিজেপির নৈরাজ্যের শাসন নিয়ে প্রতিবাদের সুর চড়াচ্ছে তৃণমূলও। আজ জেলার জঙ্গলমহলে কেন্দ্রীয় সরকার বিরোধী সভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাতরাস ধর্ষণ কান্ডের প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন।তিনি বলেন ভারত বর্ষে বিচার নেই!বিজেপি জামানায় মানুষ আর বিচার পাবেন না! 

পাশাপাশি, তিনি কেন্দ্রীয় কৃষি বিল নিয়েও এদিন কটাক্ষ করেন। এই তৃণমূল সাংসদ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নাটকীয় বক্তব্য রেকে হাততালি কুড়োন দলের কর্মী সমর্থকদের। এবং লোকসভা ভোটে নিজেদের ভুলেই বাঁকুড়া আসন হাতছাড়া হয়েছিল বলেও তিনি আক্ষেপ করেন। তবে এবার বিধানসভায় সে সব শুধরে জঙ্গল মহলে ঘাস ফুল ফুটবে বলেও আশাবাদী তিনি। এদিন সারেঙ্গার

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Similar News