সানবাঁধার শ্যামদাসপুরে তৃণমূলের পোস্টার ছেঁড়ার ঘটনায় উত্তেজনা,অভিযোগের তীর বিজেপির দিকে।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এবার রাজনৈতিক উত্তেজনা ছড়াক জেলায়। দুই নাম্বার ব্লকের সানবাঁধা অঞ্চলের শ্যামদাসপুর গ্রামে। তৃণমূলের অভিযোগ বাইরে থেকে আসা একদল বিজেপির লোকজন গ্রামে আশান্তি পাকাতে এই কান্ড ঘটিয়েছে। তৃণমূলের দাবী,অন্য বিধানসভা এলাকা থেকে এই বহিরাগত বিজেপি কর্মীরা গ্রামে বাড়ী ভাড়া নিয়ে অফিস খোলে। তারাই তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলে তার ওপর বিজেপির আর নয় অন্যায়ের পোস্টার সাঁটিয়ে দেয়।তৃণমূল কর্মীরা ঘটনার টের পেতেই তাদের খবর দেন স্থানীয় নেতৃত্বকে। সাথে,সাথে তৃণমূল নেতা মদন গরাই,ও অভিজিৎ গরাই অন্যান্য দের নিয়ে বিজেপির বহিরাগত দলটিকে ধাওয়া করলে, তারা গ্রাম ছেড়ে চম্পট দেয়।
অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূলের জিলা পরিষদের সদস্য অলোক সিংহ। তিনি বলেন এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করতেই বহিরাগত দের গ্রামে ঢুকিয়ে পোস্টার ছেঁড়ার কান্ড ঘটিয়েছে বিজেপি। যদিও বিজেপি তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে পালটা দাবী করেছে।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇