মনোনয়নে চমক,আব্বাস সিদ্দিকীর দল শালতোড়া আসনটি ছেড়ে দিল সিপিএমকে।

Update: 2021-03-09 01:16 GMT

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : সংযুক্ত মোর্চার শরিক আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জেলার শালতোড়া আসনটি সিপিএমকে ছেড়ে দিল। ফলে তারা কেবল রাইপুরের আসনেই প্রার্থী দেবে। তাই সিপিএমের প্রার্থী হিসেবে শালতোড়ায় মনোনয়ন দাখিল করলেন নন্দ দুলাল বাউরী।


 জেলার শালতোড়ায় সিদ্দিকীর দলের যেমন ভিত নাই বললেই চলে, তেমনি এই বিধানসভায় মুসলিম ভোটও নেই।ফলে এই আসনে আইএসএফের ভোটে লড়াই করা কঠিন হবে। এমন ভাবনা থেকেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতারা শালতোড়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে সুত্রের খবর।এদিকে, আজ শালতোড়া,ছাতনা ও ওন্দা বিধানসভায় তৃণমূল,বিজেপি ও সংযুক্ত মোর্চার প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন।

শালতোড়ার তৃণমূল প্রার্থী সন্তোষ মন্ডল,এবং বিজেপি প্রার্থী চন্দনা বাউরী এবং ছাতনা বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সত্য নারায়ন মুখোপাধ্যায়,


  পাশাপাশি সংযুক্ত মোর্চার শরিক আর,এস পি প্রার্থী ফাল্গুনী মুখোপাধ্যায় মনোনয়ন দাখিল করেন। এছাড়া ওন্দা আসনে সিপিআই (এম,এল) লিবারেশন পার্টির প্রার্থী এদিম মনোনয়ন জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন দপ্তর সুত্রে জানা গেছে।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News