ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে উত্তাল মেজিয়া, তৃণমূল কর্মীর পেটে ঢুকল রড,অভিযুক্ত বিজেপি।

Update: 2021-03-30 01:48 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভোট পরবর্তী হিংসায় উত্তাল হয়ে উঠল বাঁকুড়া জেলার শালতোড়া বিধানসভার মেজিয়া এলাকা। দফায়,দফায় সংঘর্ষ বাঁধে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। তৃণমূলের অভিযোগ, বনমালী গোপ নামে তাদের এক কর্মীর পেটে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছে।




বিজেপির পালটা অভিযোগ দুই বিজেপ কর্মীকে তৃণমূল নেতা রবিলোচন গোপের অনুগামীরা বেধড়ক মারধর করে। থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তার প্রতিবাদে বিজেপি থানায় বিক্ষোভ দেখালে তৃণমূল তাদের ওপর চড়াও হয়ে রড,লাঠি দিয়ে আক্রমণ করে।ইঁট ছুঁড়তে থাকে এর পর দুপক্ষে তুমুল লড়াই বেঁধে যায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 এখনও পুলিশি টহল চলছে। অন্যদিকে, আহত বনমালী গোপ কে প্রথমে মেজিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে, অন্যন্য আহত লোকজন ব্লক স্তরেই চিকিৎসা করান।

👁️ 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News