মেন স্ট্রিমের রাজনৈতিক দলগুলির ভোট ব্যাঙ্কে থাবা কুড়মি সমন্বয় মঞ্চের, বিধানসভায় বাঁকুড়ার তিন আসনে লড়ছে তারা।

Update: 2021-02-07 19:14 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( কুশল মাহাত,জঙ্গল মহল) : রাজ্য ও কেন্দ্র দুই সরকারের বঞ্চনার প্রতিবাদে এবার সরাসরি ভোটের ময়দানে খেলতে নামছে কুড়মী সমাজ। কুড়মী সমন্বয় মঞ্চের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করে দিয়েছেন "খেলা হবে"।এবং জঙ্গলমহলের মোট কুড়িটি আসনে তাদের প্রার্থীরা লড়াই করবেন। আর এই কুড়ি আসনের মধ্যে বাঁকুড়া জেলার রানিবাঁধ,রাইপুর ও তালডাংরা এই তিন আসনে প্রার্থী থাকবে। আর বাকি ১৭ টির মধ্যে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়্গ্রাম মিলিয়ে ৮ টি আসনে এবং পুরুলিয়ায় ৯ টি আসনে ভোটে লড়বে কুড়মী সমাজ।

রাজ্যের এই ২০ টি আসনে প্রায় ৩৮ % কুড়মী সমাজের মানুষ রয়েছেন। তাই তারা ভালো সংখ্যক ভোট পাবেন বলেই ধরে নিচ্ছেন কুড়মী মঞ্চের শীর্ষ নেতৃত্ব। এদিকে, এতদিন তাদের কোন প্রার্থী না থাকায়, তাদের সমাজের ভোট মেন স্ট্রিমের রাজনৈতিক দল, অর্থাৎ সিপিএম,কংগ্রেস, বিজেপি বা তৃণমূলের কারও না কারও ঝুলিতে যেত। এবার সেই ভোটে মস্ত থাবা বসাল কুড়মী সমন্বয় মঞ্চ। ফলে জাতি ও ধর্মের ভিত্তিতে এবারের বিধানসভায় ভোট কাটাকুটির অংক বড়ো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই মিম ও আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভোটে প্রার্থী দেওয়ার ফলে ভোটের মেরুকরণের বিন্যাস পালটে যাবে।

অতি সহজ শর্তে লোন নিতে চান? তাহলে এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করুন।


 তার ওপর কুড়মী ভোট হাতছাড়া হওয়ার আশঙ্কায় ঘুম ছুটছে মেন স্ট্রিমের রাজনৈতিক দলের কর্তাদের। রবিবার পশ্চিম মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকে কুড়মী সমন্বয় মঞ্চের শীর্ষ নেতা অশোক মাহাত ও শিবাজী মাহাতো এই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। এবং তাদের দাবী, যেহেতু এই আসনগুলিতে প্রায় ৩৮ % কুড়মী মানুষের বসবাস। তাই কুড়মী সমাজের সিংহ ভাগ ভোট তাদের অনুকূলে গেলে তারা আসন গুলিতে জয়লাভও করতে পারেন।

যেখানে-সেখানে, যখন-তখন। বাঁকুড়ার খবরে আপডেট থাকতে ডাউনলোড করুন আমাদের এনড্রয়েড অ্যাপ। 


  এখন দেখার শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায়। কারণ, কুড়মীদের দাবী যে দল মানার প্রতিশ্রুতি দেবে, তাদের সাথে আসন রফা করে জোট গড়ার দরজাও খুলে রাখছেন তারা। পাশাপাশি, জঙ্গলমহলে বিকল্প রাজনৈতিক জোট গঠনেরও ইঙ্গিত দিয়েছেন কুড়মী মঞ্চের শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে সেই জোট গঠনের দিকেই নজর রইল রাজ্যের সারা জঙ্গলমহলের।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News