তৃণমূলের কাটমানি কালচারে বীতশ্রদ্ধ হয়ে ইন্দাসে এক গ্রামীণ নেতা সহ ১৩০ জন বিজেপিতে যোগ দিলেন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার তৃণমূলের কাটমানি কালচারে বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এক গ্রামীণ নেতা। সুকুমার সাউ নামে এই নেতা বিজেপিতে যোগ দিয়ে কাটমানি ইস্যুতে তৃণমূলের কড়া সমালোচনাও করছেন। সুকুমার বাবুর স্ত্রী তৃণমূল পঞ্চায়েত সদস্যও৷ বটেন। আজ বিষ্ণুপুর লোকসভার ইন্দাসেএই নেতা সহ ১৩০ জন তৃণমূল কর্মী,সমর্থক বিজেপিতে যোগ দেন।ইন্দাসের আশ্বিনপুর ফুটবল মাঠে এদের হাতে আনুষ্ঠানিক ভাবে দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান করান বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ।
#দেখুন 🎦ভিডিও। 👇[embed]