জয়পুরের হাতবাড়ী গ্রামে তিতলির জেরে ঘূর্ণিঝড়ের তান্ডব, উড়েগেল ৮ টি বাড়ীর চালা। এলাকা পরিদর্শনেে রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা।

Update: 2018-10-14 02:01 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ঘূর্ণিঝড়ের তান্ডবের আতঙ্ক এখনও কাটেনি জয়পুর ব্লকের উত্তরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার হাতবাড়ী গ্রামের বাসিন্দাদের!

এই গ্রামে তিতলির জেরে ঘূর্ণিঝড়ের হানায় এক নিমেষে উড়ে যায় ৮টি বাড়ীর চালা। ব্যপক ক্ষতি হল মরসুমী ফসলের জমিতেও।

শুক্রবার রাতের কয়েক মিনিটের ঝড়ের দাপটে, গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কও। ছোটাছুটি শুরু করে দেন বাসিন্দারা। পরিস্থিতি বুঝে উঠতে,না উঠতেই মাথার ছাওনি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন আটটি পরিবার। তবে, হতাহতের কোন খবর নেই।

ঘটনার পর, স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছয়।

শনিবার, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্য পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা।

তিনি গিয়ে, পরিবার গুলির হাতে জামা,কাপড় তুলে দেন। তিনি জানান,প্রশাসনিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ী গুলি সারিয়ে দেওয়া হবে। স্থানীয় পঞ্চায়েত পরিস্থিতির ওপর নজর রাখছে।

Similar News