একশো দিনের কাজে জেলার সেরা রানিবাঁধ ব্লক, দ্বিতীয় সিমলাপাল ও তৃতীয় ইন্দাস।

Update: 2019-12-27 16:07 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একশো দিনের কাজে দেশের সেরা শিরোপা মিলেছে বাঁকুড়া জেলার। তাই একশো দিনের কাজে জেলার মান বজায় রাখতে জেলার গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও ব্লক স্তরের সংশ্লিষ্ট আধিকারিক, কর্মী ও,জন প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসনের প্রথম সারির আধিকারিকরা আজ এক কর্মশালার আয়োজন করেন। পাশাপাশি, একশো দিনের কাজের নিরিখে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও ব্লক স্তরে বিশেষ পুরস্কারও দেওয়া হয় এদিন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের রবীন্দ্রভবনে এই কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু, জেলাশাসক উমা শঙ্কর এস প্রমুখ। জেলার ২২টি ব্লকের মধ্যে প্রথম হয়েছে রানিবাঁধ ব্লক। দ্বিতীয় সিমলাপাল এবং তৃতীয় স্থান অধিকার করেছে ইন্দাস ব্লক। প্রসঙ্গত, সারা দেশে একশো দিনের কাজে রানীবাঁধ ব্লকের প্রকল্পের বিচারেই প্রথম হয় বাঁকুড়া জেলা। তাই এই রানিবাঁধ ব্লককেই রোল মডেল করে বাকি সব ব্লক গুলোকে একশো দিনের কাজে এগিয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয় এদিনের কর্মশালায়। মন্ত্রী শ্যামল সাঁতরা থেকে সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু এবং জেলাশাসক উমা শঙ্কর এস তিন জনেই জানান পুরো একটা টীম ওয়ার্কের ফলেই বাঁকুড়া দেশে প্রথম হয়েছে। তাই একশো দিনের কাজে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এই কর্মশালার পাশাপাশি উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। শুধু মানুষকে কাজ দেওয়াই নয়, একই সাথে এই কাজের মাধ্যমে সম্পদ সৃষ্টিতেও আমরা সমান গুরুত্ব দিয়েই দেশে সেরার শিরোপা পেয়েছি। সেই বিষয়টি আজকের কর্মশালাতেও বোঝানো হয়েছে। ফলে আগামীতেও আমরা আমাদের সফলতা ধরে রাখতে পারব বলে আশাবাদী।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/onda-spl-political-story/img_20191213_180049_1600x886/" rel="attachment wp-att-7427">

Similar News