ওন্দার বীরসিংহপুর গ্রামে নিরগীন শাহের মেলায় মানুষের ঢল।

Update: 2019-01-17 14:06 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ওন্দা ব্লকের বীরসিংহপুর গ্রামের দ্বারকেশ্বর নদের তীরে আজ হজরত নিরগীন শাহ বাবার মাজার শরীফে সম্প্রীতির বাতাবরণে,অন্যান্য বছরের মতো এবারও মহা সমারোহে পালিত হল পীরের মেলা।

এই মেলাকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলিত হন মজার প্রাঙ্গনে।

অনেকেই ভক্তি ভরে চাদর চড়ান।ওন্দার এই প্রান্তিক গ্রাম বীরসিংহ পুরে এই মেলাকে কেন্দ্র করে আনন্দে মাতেন উভয় সম্প্রদায়ের মানুষ। তাছাড়া,শীতের মরসুমে মেলা দেখার পাশাপাশি,নদী চরে চড়ুইভাতি করারও চল দীর্ঘদিন ধরে এখানে চলে আসছে।

প্রতি বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার ধরেই এই মাজারে পীরের মেলার আয়োজন করে আসছেন গ্রামের মানুষ।সেই পরম্পরা মেনে আজও চলে আসছে এই মিলন মেলা।

#দেখুন ভিডিও।[embed]Full View

Similar News